‘নিম্ন আদালতের পর এবার উচ্চ আদালতকেও কবজা করতে চায় সরকার’

‘নিম্ন আদালতের পর এবার উচ্চ আদালতকেও কবজা করতে চায় সরকার’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিম্ন আদালতকে কবজা করে রেখেছে আইনমন্ত্রণালয়, এখন তারা উচ্চ আদালতকেও কবজা করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ষোড়শ সংশোধনীর শুনানিতে মঙ্গলবার এ মন্তব্য করেন তিনি।

সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে ৫ম বারের মত এ শুনানি শুরু হয়। সকাল থেকে এ পর্যন্ত পুরো সময় এটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপন করেছেন।

সংবিধানে ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া হয়। পরে এক রিটের প্রেক্ষিতে এই সংশোধনী অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।