‘নিজেদের ব্যয় নির্বাহ করতে না পারলে, সেই পৌরসভাই থাকবে না’

‘নিজেদের ব্যয় নির্বাহ করতে না পারলে, সেই পৌরসভাই থাকবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, কোনো পৌরসভা নিজেদের ব্যয় নির্বাহ করতে না পারলে, সেই পৌরসভাই থাকবে না। জেলা প্রশাসক সম্মেলনে শেষে অপেক্ষমান সংবাদ কর্মীদের প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।

পাচ দিনের জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিন বুধবারের দ্বিতীয় অধিবেশন ছিল স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় এবং পার্বত্য চট্টগ্রাম বষিয়ক মন্ত্রণালয়ের সঙ্গে। এ অধিবেশনের প্রধান অতিথি ছিলনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

অধিবেশন শেষে অপেক্ষমান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের যেসব কর্মসূচি রয়েছে, তা সততার সঙ্গে বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ডেঙ্গুর উপদ্রব কমাতে এ মাসেই সারা দেশে মশক নিধন অভিযান হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী তাদের দাবি খতিয়ে দেখার কথা জানান।

চতুর্থ দিনের শুরুর অধিবেশন অনুষ্ঠিত হয় প্রতিরক্ষা মন্ত্রনালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন।