নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

শেয়ার করুন

ec-newsনিজস্ব প্রতিবেদক :

নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জানান, ইইউকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রতিনিধি দলটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। সচিব বলেন, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেওয়া হবে।

ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংকে বলেন, আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। নভেম্বরের শেষের দিকে নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইইউ একটি টিম পাঠাবে বলে জানান তিনি।