দেশে যুব জাগরণ ঘটেছে: প্রধানমন্ত্রী

দেশে যুব জাগরণ ঘটেছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে দেশে ‘যুব জাগরণ’ ঘটেছে- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সূচিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং দেশের সবরকম উন্নয়ন কাজে তরুণরা ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। জাতীয় যুবদিবস উপলক্ষ্যে মঙ্গলবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’। প্রধানমন্ত্রী বলেন, দেশে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলোতে ব্যাপক প্রসার হয়েছে। মোট জনসংখ্যার তিনভাগের একভাগই তরুণ বয়সী হওয়ায় দেশের জন্য এটি বেশ ইতিবাচক হবে বলে মনে করছেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, সরকার তরুণদের জন্য কর্মমূখী শিক্ষার প্রসার, দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ, ঋণ প্রদান, শিক্ষিত বেকারদের জন্য অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচী, কর্মভাতা, বিনা জামানতে ঋণ ব্যবস্থা এবং প্রযুক্তি প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নতুনভাবে করা যুবনীতি তারুণ্যের কল্যাণে বেশ কাজ দেবে বলেও আশা তার।