দুর্নীতির অর্থ ফেরত দিলে নমনীয় হবে দুদক

দুর্নীতির অর্থ ফেরত দিলে নমনীয় হবে দুদক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিলে তাঁদের প্রতি দুর্নীতি দমন কমিশন-দুদক নমনীয় থাকবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিশনের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুদকের মধ্যেই দুর্নীতি আছে মন্তব্য করে বলেন, এক যুগ পার করেছি কিন্তু গণমানুষের প্রত্যাশা ও প্রাপ্তি বিবেচনা করলে হতাশ হতে হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শুধু ছোট দুর্নীতিবাজদের ধরলে হবে না। বড় দুর্নীতিবাজদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।