‘দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে’

‘দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে’

শেয়ার করুন

15873132_1261986923858094_5372152638825783211_nনিজস্ব প্রতিবেদক :

গুলশান ডিএনসিসি মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, বারবার কেন একই ঘটনার পুনরাবৃত্তি? সমস্যাটা কোথায় কিংবা কার? অভাব কি সচেতনতার নাকি দায়িত্ববোধের?

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে সোমবার দিবাগত রাত আড়াইটায়, নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর। অর্থাৎ, মাত্র দোতলা একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ১৬টি ঘণ্টা!
15826262_1261982210525232_8850241834800558675_nফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট একসাথে কাজ করার পরও কেনো এতো দীর্ঘ সময় লাগলো? ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দাবি মার্কেটে অনেক দাহ্য পদার্থ ছিল। দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

এর আগে নিমতলী কিংবা বসুন্ধরা সিটির আগুন নিয়ন্ত্রণে সময় লাগার পেছনে বলা হয়েছিলো পানির দুষ্প্রাপ্যতা বা যন্ত্রপাতির অভাবের কথা। এসব সমস্যা সমাধানের আশ্বাস এসেছে বহুবার। কিন্তু কাজের কাজ হওয়ার বদলে, পুনরাবৃত্তি ঘটছে ভয়াবহ সব অগ্নিকাণ্ডের।

খোদ রাজধানী শহরেই কোথাও আগুন লাগলে নেভাতে হিমশিম অবস্থা। নেভানোর ব্যবস্থার চেয়েও বেশি জরুরি প্রত্যেকের সচেতনতা বা দায়িত্ববোধ।

একের পর এক অগ্নি দুর্ঘটনা ঘটে, লম্বা হয় মৃত্যুর সারি। সৌভাগ্যবশত গুলশানে কেউ মারা যায়নি বটে, তবে এখানেও প্রকট ছিলে সচেতনতার অভাব আর নির্বাপন ব্যবস্থার সংকট।