‘দক্ষিণের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন করে তৈরি করা হবে’

‘দক্ষিণের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন করে তৈরি করা হবে’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা ও নিউমার্কেট পরিদর্শন করে তিনি বলেন, এই মার্কেট দু’টির ভবনগুলো ঝুঁকিপূর্ণ কি না, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হবে। এবং পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র সাঈদ খোকন আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ইউরোপের দেশগুলোর মতো ভূগর্ভস্থ ব্যবস্থা ঢাকা দক্ষিণেও চালু করা যায় কিনা, সেটি নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।