তিন দিনের সফরে কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী

শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে তিন দিনের সফরে কম্বোডিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
প্রধানমন্ত্রীর সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে নয়টি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হবে। সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও, কম্বোডিয়ার রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।
দুই দেশ তাদের জাতির পিতার সম্মানে নিজেদের দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হবে। এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, বারিধারা কূটনৈতিক এলাকার ‘পার্ক রোড’ রাস্তাটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে।
তেমনি কম্বোডিয়ার সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনের প্রধান সড়কের নামকরণ করবে।