ঢাকায় আনা হয়েছে সাফাত ও সাদমানকে

ঢাকায় আনা হয়েছে সাফাত ও সাদমানকে

শেয়ার করুন

sadman-shakifনিজস্ব প্রতিবেদক :

ঢাকার বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার পাঁচ আসামির মধ্যে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় সিলেটের জালালাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাফাত আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে আর সাদমান পিকাসো ভবনের মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে। আইজিপির নির্দেশ গঠিত একটি বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে বলে পুলিশ হেড কোয়াটার্সের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা করেন। ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই শিক্ষার্থীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম।

ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।