ঢাকাসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

ঢাকাসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

শেয়ার করুন

Dengue affected patient

 

ঢাকাসহ সারাদেশে এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। তবে ডেঙ্গুর প্রকোপ রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে ৯৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন। বাকিরা অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭১৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।