ডিএসসিসির ১৫০ জনের বিরুদ্ধে হকারদের মামলা

ডিএসসিসির ১৫০ জনের বিরুদ্ধে হকারদের মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষের ঘটনায় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার সন্ধায় পল্টন মডেল থানায় বাদী হয়ে মামলা করেন হকার মোহাম্মদ সিরাজ। তবে, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলার সময় হকার এবং ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে, জরুরি সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন জানান, শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। উচ্ছেদ কার্যক্রমে কেউ বাধা দিলে তাদের কঠোরভাবে দমন করা হবে।