জোরালো হচ্ছে তিস্তা চুক্তির সম্ভাবনা

জোরালো হচ্ছে তিস্তা চুক্তির সম্ভাবনা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জোরালো হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তির সম্ভাবনা। মমতায় আটকে থাকা চুক্তির জট খুলতে এবার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারও। বিশ্লেষকরা মনে করছেন চীনা রাষ্ট্রপতির ঢাকা সফরের পর পাল্টে গেছে ভূ-রাজনীতির হিসাব-নিকাশ। তিস্তা চুক্তি আদায়ে এটাই মোক্ষম সময় বাংলাদেশের সামনে।

এমন এক সময়ে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যখন মোদী-মমতার সম্পর্কে নানান টানা-পোড়েন।  ৫০০, ১০০০ রুপির নোট সমস্যার পর পশ্চিমবঙ্গে সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর মারাত্মক চটে আছেন তৃণমূল নেত্রী। প্রশ্ন হল, এ অবস্থায় কি তিস্তা চুক্তিতে রাজি হবেন তিনি? যদিও এখনও আশা ছাড়ছে না বাংলাদেশ।

তিস্তা চুক্তি নিয়ে চেষ্টা চালাচ্ছে মোদী সরকারও। ২ ডিসেম্বর লোকসভায় বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীব কুমার বালিয়ান। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভূ-রাজনীতিতে গুরুত্ব বাড়ার কারণে বাংলাদেশকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে ভারত।

এমন অবস্থানে বাংলাদেশও জোরালোভাবে তুলে ধরছে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি। তবে, তিস্তা চুক্তি হোক বা না হোক এবার অন্তত আলোর মুখ দেখবে গঙ্গা ব্যারেজ প্রকল্প। প্রমত্তা পদ্মায় বর্ষা মৌসুমে তীব্র স্রোত থাকলেও সব পানি এক সময় নেমে যায় সমুদ্রে। খরা মৌসুমে থাকে না পানি। তাই ৯৬ এ গঙ্গার চুক্তির সময়ই সমঝোতা হয়েছিল গঙ্গা ব্যারেজ প্রকল্প করে পানি ধরে রাখবে বাংলাদেশ।