জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আপিল শুনানি ৩ জুলাই হাইেকার্টে শুরু হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল শুনানির দিন ধার্য করে আজ এ আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই মামলায় পাঁচ বছরের সাজা দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করলে হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সেই সঙ্গে খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়। তবে আদালতের এ আদেশ পুর্নবিবেচনার আবেদন করেছেন খালেদা জিয়া।