জাতীয় সংসদে পাস হলো বহুল আলোচতি সড়ক পরিবহণ বিল

জাতীয় সংসদে পাস হলো বহুল আলোচতি সড়ক পরিবহণ বিল

শেয়ার করুন

জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনানিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদে পাস হলো বহুল আলোচতি সড়ক পরিবহণ বিল-২০১৮। সড়ক দুর্ঘটনার নামে কাউকে হত্যা করলে, মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার সুযোগ রাখা হয়েছে এ বিলে।

একই সঙ্গে বেপরোয়া বা অবহেলার কারণে গাড়ি চালানোর ফলে কেউ নিহত বা গুরুতর আহত হলে, এর সর্বোচ্চ সাজা ৫ বছর কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ড রাখা হয়েছে। সড়ক পরিবহন বিলে বিদ্যমান মোটরযান অধ্যাদেশ রহিত করে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ১৪টি অধ্যায়ে ১২৬টি ধারার সমন্বয় করা হয়েছে।

নতুন আইনে চালকের সহকারীর জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। ফিটনেস ছাড়া গাড়ি চালালে ৬ মাসের কারা দন্ড, ২৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

গণপরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া দাবি ও আদায় করলে এক মাসের কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড হবে। এছাড়া গাড়ির ভূয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সাজা এবং এক ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ড হবে।