জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো

জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো

শেয়ার করুন

POSUR-HATTনিজস্ব প্রতিবেদক :

কোরবানির বাকি মাত্র চার দিন। ক্রেতারা তাদের পছন্দের গরু কিনতে ভিড় জমাচ্ছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। রাজধানীর বৃহত্তম পশুর হাট গাবতলীতে এবার দেশি গরু বেশি। রয়েছে রাজস্থানী উট ও দুম্বা।

নাম তার রাজস্থানী তুফান। তুফানের তুফানী দেখতে গাবতলী পশুর হাটে ভীড় করেছেন সাধারণ মানুষ। সবার একটাই উদ্দেশ্য তুফানের সাথে তুফানি সেল্ফি। সেলফি ঝড়ে তুফানও খানিকটা ক্লান্ত। তুফানকে দর্শনার্থীদের ভীড় থেকে সামলাতেও বেশ হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ী ডায়মন্ডকে। সূদুর ভারত থেকে আসা তুফানের দাম হাকানো হয়েছে ১৬ লাখ টাকা।

পশুর হাটে গেলে মানুষের মানসিক হিসাবটাই থাকে, কিনতে হবে বড় গরু। তাদের জন্য এবার হাটে তোলা হয়েছে কুষ্টিয়া থেকে আসা ‘রূপালী’। প্রায় ৯ ফুট উচ্চতার রূপালীর দাম হাকানো হয়েছে ৮ লাখ টাকা।

গাবতলীর হাটে গেলে দেখা মিলবে বড় থেকে মাঝারী মানের ষাড়। উচ্চতা ও জাত ভেদে রয়েছে দামের তারতম্য।তবে এবার বন্যার কারণে উত্তরবঙ্গ থেকে গরু এসেছে কম। তাই দামও খানিকটা চড়া।

তবে অন্যান্যবারের তুলনায় এবার রাজধানীতে গরু এসেছে আগে তাই বাজারও জমেছে বেশ। হাট ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্ট গরু ব্যাপারীরা।