‘জঙ্গিবাদে যেন সন্ত্রানরা জড়িয়ে না পড়ে সেদিকে মায়েদের খেয়াল রাখতে হবে’

‘জঙ্গিবাদে যেন সন্ত্রানরা জড়িয়ে না পড়ে সেদিকে মায়েদের খেয়াল রাখতে হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গিবাদ সন্ত্রাসে যেন সন্ত্রানরা জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে মায়েদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তিনি এ আহবান জানান। নারীদের জঙ্গিবাদে জড়িয়ে যাওয়াকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ। একযুগেরও বেশী সময় পর অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ভাষনে প্রধানমন্ত্রী, নারী উন্নয়নের আওয়ামী লীগ সরকারের ভুমিকা তুলে ধরে বলেন, সুযোগ দিলে নারীরাও তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তা করে দেখিয়েছে।

নারীদের যথাযোগ্য মূল্যায়ন করতে, সন্তানের পরিচয়ে বাবার নামের পাশাপাশি মায়ের নামও যুক্ত করা হয়েছে উল্লেথ করে তিনি বলেন, সন্তান যেন বিপথে না যায় সেজন্য তাদেরকেই বেশী খেয়াল রাখতে হবে।

সম্প্রতি এক আলোচনায় ক্ষুদ্র ঋন নিয়ে ড. ইউনুস সম্পর্কে অর্থমন্ত্রীর প্রশংসার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।