গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

শেয়ার করুন

16998756_1236638599725428_5532445047666039103_nনিজস্ব প্রতিবেদক :

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ মনে করছে বিএনপি। তাই সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার এক অবস্থান কর্মসূচী পালন করে দলটি। নেতারা বলেন, কারো কাছে জবাবদিহি করতে হয় না বলেই একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

সকাল ১০টা থেকে বেলা ১২টা। অনেকদিন পর খোলা আকাশের নিচে দলীয় কর্মসূচী। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির এ অবস্থান কর্মসূচীর ঘোষণা আগেরই। সে অনুযায়ী নেতাকর্মীরাও সকাল থেকে ভীড় করেন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে। আসেন ব্যানার, ফেস্টুন নিয়ে, ছোট ছোট মিছিলে।
17098729_1236612509728037_8285721388025510325_nবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, কোন বিষয়ে জবাবদিহিতা না থাকায় এসব জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। গ্যাসের দাম কমানোর দাবি তোলেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো এবং কর বাড়ানোকে সরকারের রাজস্ব বাড়ানোর কৌশল ভাবছেন এবং বলেন, এভাবেই সরকার দেশ চালাচ্ছে।

স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দেখছেন প্রতিবাদ ও আন্দোলনের প্রয়োজনীয়তা।

সকাল থেকেই সতর্ক ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোন অপ্রীতিকর ঘটনা বা সংলগ্ন রাস্তায় যানজট পোহাতে হয়নি অন্যদেরও।