গুলশান হামলায় তামিম-মারজান ছাড়া আরও ৭/৮ জন জড়িত

গুলশান হামলায় তামিম-মারজান ছাড়া আরও ৭/৮ জন জড়িত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও নুরুল ইসলাম মারজান ছাড়াও আরও ৭ থেকে ৮ জনকে সনাক্ত করেছে গোয়েন্দারা। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান হামলার পর থেকেই আলোচিত নাম বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী। গোয়েন্দারা বলছেন, তামিম চৌধুরী কানাডিয়ান পুলিশের কাছেও মোস্ট ওয়ানটেড। তামিম চৌধুরীর সঙ্গে গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড নুরুল ইসলাম মার্জান। এই মার্জানের সঙ্গেই গুলশানের হলি আর্টিজান রেস্তোরার ভেতর থেকে যোগযোগ করেছে জঙ্গিরা।

গোয়েন্দারা বলছেন, গুলশান হামলার ঘটনায় আরও ৭ থেকে ৮ জনকে তারা সনাক্ত করেছেন। যারা এই হামলার সঙ্গে নানাভাবে জড়িত।

এই পুলিশ কর্মকর্তা বলছেন, গুলশান হামলার একমাত্র জীবিত আসামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই হামলার অন্যতম মাস্টারমাইন্ড মার্জানকে গ্রেপ্তার করতে পারলে নানা প্রশ্নের জট খুলবে।