খালাফ হত্যা মামলায় আপিলের রায় বুধবার

খালাফ হত্যা মামলায় আপিলের রায় বুধবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় বুধবার দেয়া হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে পুনঃশুনানির মঙ্গলবার আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেছে।

২০১২ সালের ০৫ মার্চ রাত ১টার দিকে রাজধানীর গুলশানে বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন মারা যান তিনি। তদন্তে বেরিয়ে আসে, ছিনতাইয়ের সময় খুন হন খালাফ। অই বছরের ৩০ ডিসেম্বর খালাফ আল আলীকে হত্যার দায়ে ৫ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৩ হাইকোর্ট আসামি সাইফুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। অন্য ৩ জন আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি ও রফিকুল ইসলাম খোকনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং পলাতক সেলিম চৌধুরী ওরফে সেলিম আহমেদকে বেকসুর খালাস দেওয়া হয়।