‘কয়লা লোপাট হয়নি, কয়লার ঘাটতি টেকনিক্যাল লস’

‘কয়লা লোপাট হয়নি, কয়লার ঘাটতি টেকনিক্যাল লস’

শেয়ার করুন

barapukuria_coal_mineনিজস্ব প্রতিবেদক :

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা লোপাট হয়নি, কয়লার ঘাটতি টেকনিকেল লস বলে দাবি করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহম্মদ।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি। তবে, জিজ্ঞাসাবাদে উপস্থিত আট কর্মকর্তা কি বলেছেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম।

যে আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা হলেন, কোম্পানির সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাসেম প্রধানিয়া, পাঁচ ব্যবস্থাপক মোশারফ হোসেন সরকার, মাসুদুর রহমান হাওলাদার, অশোক কুমার হালদার, আরিফুর রহমান, জাহিদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপক একরামুল হক। এর আগে মঙ্গলবার অপর আট আসামিকে জিজ্ঞাসাবাদ করে দুদক। বৃহস্পতিবার আরো ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রায় ২২৮ কোটি টাকার কয়লা হরিলুটের ঘটনা তদন্ত করছে দুদক।  এরই অংশ হিসেবে এ জিজ্ঞাসাবাদ।