কোন প্রক্রিয়ায় টিআরপি হয় তা খতিয়ে দেখবে দুদক

কোন প্রক্রিয়ায় টিআরপি হয় তা খতিয়ে দেখবে দুদক

শেয়ার করুন

দুদকacc_logo1460364706নিজস্ব প্রতিবেদক :

কোন প্রক্রিয়ায় টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি করা হয় তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার দুপুরে এফএম রেডিওর মালিক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এর আগে এফএম রেডিওর প্রতিনিধিরা রেডিওর রেটিং নিয়ে অভিযোগ তোলেন। যেসব প্রতিষ্ঠান এ ধরনের রেটিং করে তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত এবং এর প্রক্রিয়া যাচাইয়ের জন্য দুদকের প্রতি আহবান জানান।

একই সঙ্গে টেলিভিশনের রেটিং প্রতিষ্ঠানের বিষয়ও খোঁজ নেয়ার আহবান জানালে দুদক চেয়ারম্যান জানান, রেডিও-টেলিভিশন- দুটি মাধ্যমেরই রেটিং প্রক্রিয়ার খোঁজ নেয়া হবে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মন্তব্য করেন: বিআরটিএ এর লেজ এখনো সোজা হয়নি।