কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেক:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত পোনে ১০টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিলো।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গণি ও ফায়ার সার্ভিসের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেন।

10348316_756486214382801_6793569938071260450_n

ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান জানান, হাসপাতালের বেজমেন্টে থাকা একটি স্টোর রুমের একটি সুইচ বোর্ড আগুনের সূত্রপাত হয়। ওই রুমে ল্যাবের জিনিসপত্র ভর্তি থাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়, যা লিফটের চ্যানেল দিয়ে হাসপাতালের দশম তলা পর্যন্ত চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছায় এবং হাসপাতালের স্টাফদের সঙ্গে মিলে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগুনের তীব্রতা বেশি ছিল না। তবে হাসপাতালে কিছু ত্রুটি আছে। সেগুলো কর্তৃপক্ষকে জানানো হবে।