‘কর্মসংস্থান সৃষ্টি হলে তরুণরা সন্ত্রাসের দিকে ঝুঁকবে না’

‘কর্মসংস্থান সৃষ্টি হলে তরুণরা সন্ত্রাসের দিকে ঝুঁকবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কর্মসংস্থান সৃষ্টি হলে সন্ত্রাসের দিকে ঝুঁকবে না তরুণরা। এজন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি: পিআইডি
ছবি: পিআইডি

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। একই সঙ্গে রপ্তানি বাড়াতে নতুন বাজার খুজে বের করারও তাগিদ দেন তিনি।

২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে সর্বোচ্চ  পণ্য রপ্তানি আয়কারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার জন্য এই আয়োজন। দুটি অর্থ বছরে এবার ১১৩টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ দেয়া হয়েছে। যার মধ্যে ২০১১-১২ অর্থবছরের জন্য ২৪টি এবং ২০১২-১৩ তে ২৬টি প্রতিষ্ঠান স্বর্ণ ট্রফি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। ফলে বেসরকারি খাতকে উন্মুক্ত করেছে সরকার। এজন্য শিল্প স্থাপনের আহবান জানান তিনি।

তবে যত্র তত্র শিল্প স্থাপন নির্মাণ না করাও পরামর্শ দেন তিনি। তিনি বলেন, রপ্তানি আয় বাড়াতে, বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রকৃয়া সহজ করেছে সরকার।

আইটি সেক্টরকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে এদিকেও নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।