ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জেআটকা পড়েছেন মুসা ইব্রাহীম

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জেআটকা পড়েছেন মুসা ইব্রাহীম

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

ওশনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে আটকা পড়েছেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম।

মুসার বোন নূর আয়েশার বরাত দিয়ে শনিবার রাতে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান। ঐ পোস্টে তিনি লিখেছেন, গত শনিবার মুসার দলের খাবার শেষ হয়ে গেছে। বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবার পাঠানো যাচ্ছে না। সকালে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি।

ঐ পোস্টে আব্দুল মান্নান ইন্দোনেশিয়ায় বাংলাদেশ এম্বাসেডরের সহায়তা চাওয়ার কথাও লিখেছেন। সেখান থেকে তাকে জানানো হয়েছে আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ার বিষয়েও তিনি শঙ্কা প্রকাশ করেছেন ঐ পোস্টে।

গত ২৯ মে সোমবার ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে দেশ ছাড়েন মুসা ইব্রাহিম। ইন্দোনেশিয়ার নাবিরে থেকে পাঁচ থেকে ছয় দিন ট্র্যাকিং শেষে  ১৬ হাজার ২৩ ফুট উঁচু মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড চূড়া জয় করার কথা রয়েছে এই পর্বতারোহী দলের।

গত ৬ জুন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিলেন মুসা। অভিযানে মুসার সঙ্গে রয়েছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। মোট তিনজনের পর্বতারোহী দলের নেতা মুসা ইব্রাহীম।