এসডিজি বাস্তবায়নে সবাইকে সহায়তার আহবান

এসডিজি বাস্তবায়নে সবাইকে সহায়তার আহবান

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

এমডিজির বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে, এসডিজি বাস্তবায়নেও টেকসই পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল-এর সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এমডিজি বাস্তবায়নে বর্তমান সরকার যেভাবে কাজ করেছে, এসডিজি বাস্তবায়নেও দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি, দেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) সংশ্লিষ্টদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। টেকসই এবং প্রকৃত উন্নয়ন কখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ব্যতীত অর্জন করা সম্ভব নয়।