এমভি নাসরীন ডুবির ঘটনায় ১৭ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল

এমভি নাসরীন ডুবির ঘটনায় ১৭ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০০৩ সালে মেঘনা নদীতে এমভি নাসরীন-১ লঞ্চডুবিতে ক্ষতিগ্রস্তদের, ১৭ কোটি টাকা ক্ষতিপূরণের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

এর আগে বিচারিক আদালত ১২১ পরিবারকে এই টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের রায়েও আজ সেই আদেশ বহাল রইল।

২০০৩ সালের ৮ জুলাই চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চটি ডুবে যায়। এ দুর্ঘটনায় ১১০ জন নিহত ও ১৯৯ যাত্রী নিখোঁজ হন। ওই দুর্ঘটনায় লঞ্চের মালিক এবং মাস্টারও নিহত হন।

এ ঘটনায় করা মামলায় লঞ্চটির নকশা তদারকি দলের দুই সদস্যকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। আর হতাহতদের পরিবারকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয় নৌ-দুর্যোগ ট্রাস্টি বোর্ড। সব মিলে যার পরিমাণ দাঁড়ায় ৭০ লাখ টাকা।

ক্ষতিপূরণ অপ্রতুল দাবি করে ২০০৪ সালে ঢাকার জেলা জজ আদালতে নিহত ১২১ জনের পরিবারের পক্ষে মামলা করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট– ব্লাস্ট। নিম্ন আদালতে তখন ১৭ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ হয়। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের রিভিশন আবেদন করেছিল বিআইডব্লিটিএ।