এবার চীনের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

এবার চীনের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন

শেয়ার করুন

Sinopharm vaccine
এবার দেশে চীনের টিকা সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

চীনের সিনোফার্মের বিষয়ে ঔষধ প্রশাসন মহাপরিচালক বলেন, চীনের এই টিকা বিভিন্ন দেশে অনুমোদিত। এর সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।

তিনি আরও বলেন, আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। তারা টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো।

এর আগে ২৭ এপ্রিল দেশে রাশিয়ার টিকা স্পুটনিক-৫ অনুমোদন দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিন দেশে প্রয়োগের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।