আলোচনা না করেই হকার উচ্ছেদ: মেনন

 আলোচনা না করেই হকার উচ্ছেদ: মেনন

শেয়ার করুন

16265998_1431668503518928_8150145066895542560_nনিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের এমপি ও ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র হকার উচ্ছেদের বিষয় ঢাকা মহানগরের সাংসদদের সাথে কোন আলোচনা করেননি, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানেন না।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ হকার্স ইউনিয়ন স্থানীয় ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেননকে স্মারকলিপি প্রদান করেন। হকার্স ইউনিয়নের আহবায়ক আব্দুল হাশেম কবীরের নেতৃত্বে নেতাকর্মীরা তোপখানা রোডস্থ ওয়াকার্স পার্টি কার্যালয়ের সামনে অবস্থান করেন।

এসময় মেনন হকারদের আশ্বস্ত করে বলেন, পূনর্বাসন না করে হকার উচ্ছেদের পরিকল্পনা সরকারের নেই। সংসদে হকারদের পূনর্বাসন বা ফুটপাতে বহালের বিষয় বলবেন। তিনি হকারদের ফুটপাথ ব্যতিরেকে রাস্তায় বসার বিরোধীতা করেন এবং ফুটপাতের কতটুকু অংশ হকারদের বরাদ্দ দেওয়া যায় সে বিষয় সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করবেন।

বুলডোজার দিয়ে যাতে ফুটপাতের হকারদের মালামাল নষ্ট করা না হয় সে বিষয়ে তিনি উদ্যোগ নিবেন বলে হকারদের আশ্বাস দেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় হকার্স ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে।