আবারও সড়ক অবরোধ করবে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা

আবারও সড়ক অবরোধ করবে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা

শেয়ার করুন

14536719_1214568178601980_221325541_oনিজস্ব প্রতিবেদক:

বুধবার সকালে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি তুলে নিয়েছেন রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট হিসেবে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঘোষণার দাবিতে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে নিউমার্কেট এলাকার রাস্তা অবরোধ করে ছাত্রীরা।

ছাত্রীরা জানায়, এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রিন্সিপাল শামুসন নাহারের কাছে স্মারকলিপি দেয়ার পরও কোন ফলাফল না পাওয়ায় এই আন্দোলন শুরু করেছে তারা।

কো-এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালু করারও দাবি জানিয়েছেন তারা। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট হিসেবে ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ছাত্রীরা। দাবি মেনে না নিলে আগামীকাল পূর্ব নির্ধারিত পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রীরা।