আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস সেতুমন্ত্রীর

আজকের মধ্যেই ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস সেতুমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বুধবারের মধ্যে পরিবহন ধর্মঘট সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সচিবালয়ে পরিবহন ধর্মঘট নিয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ওবায়দুল কাদের। বৈঠকে শ্রমিক নেতা খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে জানিয়ে বৈঠক থেকে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। রায়ে সংক্ষুব্ধ হলে আদালতে যাওয়ার সুযোগ আছে বলেও জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।