আইন প্রণয়ন ও আলাদা মন্ত্রণালয়ের দাবি সংখ্যালঘুদের

আইন প্রণয়ন ও আলাদা মন্ত্রণালয়ের দাবি সংখ্যালঘুদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের পাশাপাশি আলাদা মন্ত্রণালয় ও জাতীয় কমিশন গঠনসহ বিশেষ ক্ষমতা আইনে সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার সকালে প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একের পর এক হামলার ঘটনায় এখন কোন সুষ্ঠু সমাধান না হওয়ায় হতাশাও ব্যাক্ত করেন তারা। একইসঙ্গে নতুন নির্বাচন কমিশনে ধর্মীয় সংখ্যালঘু থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়েছে। তবে নাসিরনগর ও সাম্প্রদায়িক হামলার ঘটনা উল্লেখ করে বক্তারা আরো বলেন সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সুষ্ঠব্যাবস্থাপনার অভাব রয়েছে। এছাড়া মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানিয়ে সাংবিধানিক ভাবে ধর্মীয় সংখ্যালঘু শব্দটি বাদ দেয়ার দাবিও তোলেন বক্তারা। হেফাজতে ইসলাম প্রসঙ্গে সরকারের নমনীয় নীতিরও সমালোচনা করেন বক্তারা।