আইএস বলে বাংলাদেশে কিছু নাই-স্বরাষ্ট্রমন্ত্রী

আইএস বলে বাংলাদেশে কিছু নাই-স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএস-এর অস্তিত্ব থাকার সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জঙ্গি ও মাদকবিরোধী এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে ৫০ জন সাবেক মাদকসেবী ও বিক্রেতার পুনর্বাসনের জন্য, প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও চার হাজার করে টাকা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেই চক্রান্তকারীদের এদেশীয় দোসরদের কোনোভাবেই সফল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন : জঙ্গি আর মাদক নির্মূলে শতভাগ চেষ্টা আছে সরকারের আর তা’ অব্যাহত থাকবে।