অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ক্ষোভ: ৩ টি কমিটি

অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ক্ষোভ: ৩ টি কমিটি

শেয়ার করুন

Aritriনিজস্ব প্রতিবেদক :

ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ সহপাঠীরা অভিযোগ করেছেন: এই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের প্রায়ই এমন মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এদিকে, এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষ দু’টি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটিকে বলা হয়েছে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে। সকালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে এসে শিক্ষামন্ত্রী, অরিত্রীর আত্মহত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ঘটনাটি

হৃদয়বিদারক জানিয়ে তিনি মন্তব্য করেন: কতোটা কস্ট পেলে একজন শিক্ষার্থী আত্মহত্যা করতে পারে! অরিত্রীর আত্মহত্যার ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। এদিকে, আত্মহত্যার কারণ অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।