স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

শেয়ার করুন

rtx261or.jpgবিশ্বসংবাদ ডেস্ক :

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল সউদ।

আগামী বছর থেকে সৌদি নারীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। দেশটির প্রধান তিন শহর- রিয়াদ, জেদ্দাহ, দাম্মামের নারীরা এ অনুমতি পাচ্ছেন। এটা সৌদি নারীদের আরও একটু স্বাধীনতা পাওয়ার পক্ষে নতুন পদক্ষেপ।

এর আগে গাড়ি চালানোর অনুমতি পান সৌদি নারীরা। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাব করা অর্থনৈতিক ও সামাজিক সংস্কার ‘ভিশন টুয়েন্টি থারটি’ বাস্তবায়নে সৌদি রাজতন্ত্র তাদের আগের করা কঠোর আইনগুলো শিথিলের চেষ্টা করছে; তারই অংশ হিসেবে খেলার মাঠে প্রবেশাধিকার পেতে যাচ্ছেন সে দেশের নারীরা।