লকডাউন চান না বিক্রেতারা, ক্রেতারা চান অনলাইনে আস্থা

লকডাউন চান না বিক্রেতারা, ক্রেতারা চান অনলাইনে আস্থা

শেয়ার করুন

Jamuna-Furure-Park

।। সাজেদা সুইটি ।।

ক্রেতাদের ভারতমুখীতা কমানো এবং বিক্রেতাদের অনলাইন প্ল্যাটফরম জোরালো করার সুযোগ ছিলো এই করোনাকাল। কিন্তু পরিকল্পিত পদক্ষেপের অভাবে লকডাউনের ক্ষতিটাই প্রকট হয়ে দেখা দিলো। অনিশ্চিত করোনাকালে ভালো সমাধান চান ক্রেতা-বিক্রেতারা।
শিথিলতা কেবল ৮ দিন, তাই ক্রেতা পেতে মরিয়া বিক্রেতারা। একইসঙ্গে সাধারণ প্রয়োজন এবং ঈদ- দুই ধরনের সামগ্রীতেই শো-রুম সাজিয়েছেন। প্রথম চেষ্টা- দোকানভাড়া এবং কর্মচারির বেতনটা অন্তত উঠানো।

গরম ও বৃষ্টি, দুই ধরনের আবহাওয়াতেই আরাম হবে- এমন পোশাকই বেশি শপিং মলে।করোনাকালীন ঈদুল আযহায় জমকালো পোশাকের চেয়ে সবসময় কাজে লাগবে এমন পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। বলছেন- প্রয়োজনীয় সামগ্রীগুলো অনলাইনে বিশ্বস্ততার সঙ্গে পেলে শপিং মলে ছুটতে হতো না।

বিক্রেতারাও অনলাইন প্ল্যাটফর্ম জোরালো রাখার চেষ্টা করছেন। সেই সঙ্গে ভারতমুখী ক্রেতাদের টানতে চাইছেন নিজেদের পণ্যের দিকে। সবদিক বিবেচনায় কেবল এই ৮ দিন নয়, সারাবছরই সীমিতভাবে হলেও শপিংমল খোলা চান তারা।