মুক্তামনির রোগ শনাক্ত: অপারেশন শনিবার

মুক্তামনির রোগ শনাক্ত: অপারেশন শনিবার

শেয়ার করুন

mukta-bg20170719172218
নিজস্ব প্রতিবেদক :

অবশেষ সাতক্ষীরার শিশু মুক্তামনির রোগ শনাক্ত করা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির রক্তনালীর মধ্যে টিউমার হয়েছে এবং শনিবার তার অস্ত্রোপচার করা হবে।

মুক্তামনির রোগ শনাক্তে শনিবার হাতের টিস্যু সংগ্রহ করে বায়োপ্সির জন্যে পরীক্ষাগারে পাঠানো হয়েছিলো। সেই বায়োপ্সির রিপোর্ট নিয়ে মঙ্গলবার সকালে  বৈঠক করে মুক্তার চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

বৈঠক শেষে সাংবাদিকদের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন জানান, মুক্তামনির ‘হেমানজিওমা’ নামের টিউমার হয়েছে। তার অস্ত্রপোচারে কাজ করবে ২০ সদস্যের চিকিৎসক দল। চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তামনির ত্বক ছাড়াও যকৃত ও ফুসফুসের মতো আভ্যন্তরীণ অঙ্গেও হেমানজিওমা হতে পারে। তবে এ নিয়ে আশংকার কোন কারণ নেই।