বিশ্বে সাড়ে ৩২ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত

বিশ্বে সাড়ে ৩২ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত

শেয়ার করুন

5c782cb03682e46a86f2427c116e6520-597a88b9d866fনিজস্ব প্রতিবেদক :

বিশ্বে সাড়ে ৩২ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত, যার মধ্যে বাংলাদেশেই আক্রান্তের সংখ্যা ১ কোটি। শনিবার দুপুরে ডেইলি স্টার সেন্টারে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে ন্যাশনাল লিভার ফাইন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

বলেন, ভাইরাস দুটি নিরবে আক্রমণ করে লিভার ক্যান্সার, লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি করছে। ৯০ ভাগ মানুষই এ সম্পর্কে জানে না। তাই হেপাটাইটিস নির্মূলে গণআন্দোলন গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমাতে সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান তারা।

এর আগে সকালে ইন্দিরা রোডের টিএন্ডটি মাঠ থেকে র‌্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ উদ্দিন। এ বছর দিবসটির প্রতিপাদ্য, হেপাটাইটিস নির্মূল, যা ২০৩০ সালের লক্ষ্যমাত্রা।