বর্ষবরণের ফ্যাশন হাউজ গুলোতে ক্রেতাদের বাড়তি ভিড়

বর্ষবরণের ফ্যাশন হাউজ গুলোতে ক্রেতাদের বাড়তি ভিড়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সার্বজনীন উৎসব হওয়ায় বাঙালীর বর্ষবরণের ফ্যাশন হাউজ গুলোতে ক্রেতাদের বাড়তি ভিড়। শোভা পাওয়া পোশাকের বেশিরভাগেই সাদা-লালের ছটা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ বছর শুধু পহেলা বৈশাখ উদযাপনে বিক্রি হতে পারে ১৭শ কোটি টাকার পোশাক।

নতুন বেশে বাংলা নতুন বছরকে আমন্ত্রণ জানানোর প্রচলনের জনপ্রিয়তা গত এক দশকে বেড়েছে বহুগুণ। কোন নির্দিষ্ট ধর্মের উৎসব না হওয়ায় দিন দিন সার্বজনীনতা বাড়ছে। রোজার ঈদের পর সবচে বেশী পোশাক, পহেলা বৈশাখকে ঘিরেই বিক্রি হয়। যা সারা বছরের মোট পোশাক বিক্রির চার ভাগের একভাগ।

বাংলা বর্ষবরণের জন্য বিক্রি হওয়া পোশাকের বেশীর ভাগই দেশী কাপড় আর ডিজাইনের। তাই দামটা মধ্যবিত্তের আয়ত্তের আছে এখনো। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোন ধরনের অস্থিরতা না থাকায় গেল বছরের থেকে এবার বিক্রি বেড়েছে ২০ শতাংশ।

শাড়ি আর পাঞ্জাবীতে হরেক ডিজাইনে বাহারী কারুকাজ। যার বেশির ভাগেই সাদা-লালের পরিচিত খেলা। তবে রুচির বৈচিত্র্য আনতে অনেক ফ্যাশন হাউজেই অন্য রঙের পোশাক শোভা পাচ্ছে। চৈত্রের রোদের প্রখরতায় তাই হয়তো হালকা হলুদ, কমলা কিংবা আকাশী নীলের ব্যবহার। শাড়ি-পাঞ্জাবীর চেনা বৃত্তের পাশাপাশি ধুতি-টপস-সেলোয়ার কামিজের দিকেও চোখ রয়েছে ক্রেতাদের।