টিএসসিতে ‘নবান্ন ও লোকজ মেলা’

টিএসসিতে ‘নবান্ন ও লোকজ মেলা’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

২০১৬ ‘পর্যটন বর্ষ’ উপলক্ষ্যে মঙ্গল ও বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে (স্বোপার্জিত স্বাধীনতা চত্বর) ‘নবান্ন ও লোকজ মেলা’ উৎসবের আয়োজন করা হয়েছে। উভয় দিন মেলা ও উৎসব চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মঙ্গলবার সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

উৎসবের দ্বিতীয় দিন বুধবার বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।

মেলায় হস্তশিল্প ও নবান্নের পিঠাসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এছাড়া দুইদিনই থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।