টাঙ্গাইলে কৈশর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা শুরু

টাঙ্গাইলে কৈশর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা শুরু

শেয়ার করুন

565মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি :

দাতা সংস্থা ইউনিসেফ ও ঢাকাস্থ নেদারল্যান্ড দুতাবাসের সহায়তায় টাঙ্গাইলে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কৈশর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা আজ থেকে পৌরসভা মিলনায়তনে শুরু হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ ইবনে সাইদ, জেলা সিভিল সার্জন শরিফ হোসেন খান প্রমুখ।

দুইদিন ব্যাপী এ কর্মশালায় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিচ্ছেন।