জরায়ু ক্যান্সার নির্ণয়ে চালু হচ্ছে সাইটোলজি পদ্ধতি

জরায়ু ক্যান্সার নির্ণয়ে চালু হচ্ছে সাইটোলজি পদ্ধতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দেশে প্রথবারের মতো চালু হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে উন্নততর লিকুইড বেইসড সাইটোলজি পদ্ধতি।

শনিবার ২৪ ডিসেম্বর ২০১৬ইং তারিখ, দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের  নীচতলায় শহীদ ডা. মিলন হলে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে উন্নততর লিকুইড বেইসড সাইটোলজি পরীক্ষা পদ্ধতি চালুর জন্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে এ ধরণের পরীক্ষা পদ্ধতি বাংলাদেশে এই প্রথম। প্রচলতি কনভেনশনাল মেথড থেকে এ পদ্ধতি অনেক উন্নতমানের। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুলভ মূল্যে সংশ্লিষ্ট রোগীরা এ পরীক্ষাটি করতে পারবেন। ভবিষ্যতে লিকুইড বেইসড সাইটোলজি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার ছাড়াও অন্যান্য ক্যান্সারসমূহ সঠিকভাবে নির্ণয় করা যাবে। লিকুইড বেইসড সাইটোলজি ডায়াগনোসিস-এর মাধ্যমে আরো স্পষ্টভাবে ক্যান্সারের পূর্ব অবস্থা নির্ণয় করা যাবে এবং ক্যান্সার হওয়া থেকে মানুষকে রক্ষা করা যাবে।