কুমিল্লায় জনপ্রিয়তা বাড়ছে ছাদ কৃষির

কুমিল্লায় জনপ্রিয়তা বাড়ছে ছাদ কৃষির

শেয়ার করুন

roof-garden-700x336এটিএন টাইমস ডেস্ক:

কুমিল্লায় বহুতল বাড়ির ছাদে কৃষির প্রসার ঘটছে দিনকে দিন। সবুজ নগরী গড়ার লক্ষ্যে কৃষি বিভাগের সহায়তা ও ব্যক্তি উদ্যোগেই জনপ্রিয় হচ্ছে ছাদকৃষি।

নগরায়ণের প্রভাবে দিন দিন কৃষি জমি কমে আসছে। এছাড়া গাছ কেটে বহুতল ভবন নির্মাণ করায় একদিকে যেমন কৃষি জমি কমে যাচ্ছে তেমনি পরিবেশের ওপরও পড়ছে বিরূপ প্রভাব।

তবে কুমিল্লায় ব্যক্তি আগ্রহে শহরের বহুতল ছাদের ওপর ফল ও সবজি চাষ করছেন নাগরিকরা। অল্প ব্যয় এবং অল্প পরিশ্রমে এই বাগান বা কিচেন গার্ডেন করা সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা।

নগরীর ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে টবে চাষ হচ্ছে মাল্টা, আমড়া, পেঁপে, সফেদাসহ নানান পুষ্টিকর ফল। এছাড়া পুইঁশাক, কচুশাক, কলমিশাখ, শিম, ঝিঙা, লাউসহ নানান সবজিও উৎপাদন করে একটি বড় পরিবারের শাক-সবজির চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।

শুধু রাসায়নিক মুক্ত খাদ্যের অভাব পূরণই নয় ছাদবাগান মানসিক প্রশান্তির ক্ষেত্রেও বড় অবদান রাখে। উপরন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর রয়েছে বিশেষ ভূমিকা।