যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জেলহত্যা দিবস’

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জেলহত্যা দিবস’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালন করা হয়েছে জেলহত্যা দিবস। বরিশালে সকাল ৯টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি শোক ও ঘৃণার প্রতীক কালো পতাকাও উত্তোলন করা হয়।

চার জাতীয় নেতার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুমিল্লায়। মহানগর আওয়ামী লীগ এর আয়োজন করে। সিরাজগঞ্জেও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন : ’৭৫-এর ৩রা নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল জাতির পিতার হত্যার ধারাবাহিকতা। জাতীয় চার নেতার হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে ময়মনসিংহে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া ঝিনাইদহ, রাজবাড়ি, নাটোর ও লালমনিরহাটেও নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে।