জনসম্মুখে কথা না বলে সরকারকে বলুন: প্রধান বিচারপতিকে আইনমন্ত্রী

জনসম্মুখে কথা না বলে সরকারকে বলুন: প্রধান বিচারপতিকে আইনমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সমস্যা নিয়ে জনসম্মুখে কথা না বলে সরকারের সঙ্গে আলাপ করতে প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক প্রশাসন তা চায় না আবারো এমন অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার হবিগঞ্জে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও অভিযোগ করেন সব সরকারের আচরণই বিচার বিভাগের প্রতি বিমাতাসুলভ।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রধান বিচারপতি কারণটা বললে সুবিধা হতো। বর্তমান সরকার বিচার বিভাগের প্রতি বিমাতাসুলভ আচরণ করেনা বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিচারকদের বেতন বৃদ্ধিসহ বিচার বিভাগের জন্য সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বিচারপতিরা যেন স্বাধীনভাবে বিচার কাজ করতে পারেন, সেজন্য অবকাঠামো শক্ত করছে সরকার।

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী দাবি করেন বিচার বিভাগের উপর সরকার কখনো হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবেনা।