কিউইদের প্রয়োজন ২৫৮, টাইগারদের ১০

কিউইদের প্রয়োজন ২৫৮, টাইগারদের ১০

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫৮।

ডাবলিনে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। রান রেট প্রায় ৫ এ রেখে ব্যাট করতে থাকেন তারা। দলীয় ৭২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নামের পাশে ২৩ রান রেখে আউট হন তামিম। এরপর বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান।

তিনি করেন ১ রান। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন সৌম্য সরকার। তিনি ক্যারিয়ারে পঞ্চম অর্ধশত রান তুলে আউট হন ৬১ রানে। মিডল অর্ডারে ৬ রান করা সাকিব আল হাসান দ্রুত ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। তিনি আউট হন ব্যক্তিগত ৫৫ রানে। এটি তার ক্যারিয়ারে ২৪তম অর্ধশত রান।