২৭ বছরে এটিএন বাংলা

২৭ বছরে এটিএন বাংলা

শেয়ার করুন

ATN BANGLA 27_

আজ (১৫ জুলাই’ ২০২৩) পথচলার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশী চ্যানেলটির মাধ্যমে। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধূলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি এ্যওয়ার্ড অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে (১৫ জুলাই) এটিএন বাংলার কার্যালয় থেকে দিনব্যাপী রাজনীতিবিদ, শিল্পী, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাস্কৃতিক কর্মীদের ফুলেল গ্রহণ শুভেচ্ছা প্রচার করা হবে। রাত ৮.৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘পলিটিক্যাল লাভ’। ওসমান মিরাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় ও হিমি। রাত ১০.৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বউ মানে ঝাল’। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন, পরিচালনায় জুলফিকার ইসলাম শিশির। নাটকটিতে অভিনয় করেছেন জাহের আলভি ও সাদিয়া জাহান প্রভা। রাত ১১.৫০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আমাদের গান’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানের গান গেয়েছেন সাব্বির ও বৃষ্টি।