দ্বিতীয় বলেই সাকিবের আক্রমণ

দ্বিতীয় বলেই সাকিবের আক্রমণ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রথম বলে চার দিয়ে খোলে লংকান রানের খাতা। আর দ্বিতীয় বলে পেরেরাকে বোল্ড করে বাংলাদেশকে আনন্দে ভাসান সাকিব আল হসান। ইমরুল সৌম্য ঝড়ে শুরুটা ঠিক টি-টোয়েন্টির মত হয়েছিল। কিন্ত শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মুশফিক মাশরাফি আর মিরাজকে পরপর তিন বলে আউট করে হ্যাট্রিক করেন লাসিথ মালিঙ্গা।

কলম্বোয় সিরিজের শেষ টি টোয়েন্টতে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে বাংলোদেশ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের নিজের বিদায়ী ম্যাচ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগার দলপতি মাশরাফি বিন মতুর্জার।

ওপেনিংয়ে লংকান বোলারদের উপর ঝড় তোলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তাদের গড়া ৭১ রানের জুটি ভাঙ্গে ব্যক্তিগত ৩৪ রানে সৌম্য আউট হলে। ইমরুল ফেরেন ৩৬ এ। দ্রুতই ফিরে যান সাব্বিরও।

সাকিবের ব্যাটে বড় সংগ্রহে স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে কুলাসেকারার বলে বোল্ট সাকিব ফেরেন ৩৮ রানে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে টাইগাররা।