নতুন রোগী শনাক্ত ও মৃত্যুতে রেকর্ড

নতুন রোগী শনাক্ত ও মৃত্যুতে রেকর্ড

শেয়ার করুন

 

CORONA VIRUS

দেশে করোনানাভাইরাসের সংক্রমণ ব্যাপক গতিতে বেড়ে চলেছে। রোববার দেশে রেকর্ড ১ হাজার ২৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙ্গে শনাক্তকৃত রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে আরও ১ হাজার ৬০২ জন। এটি এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ নতুন রোগী শনাক্তের ঘটনা। গত সাত দিনে দেশে যথাক্রমে ১২৭৩, ৯৩০, ১২০২, ১০৪১, ১১৬২, ৯৬৯ ও ১০৩৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে করোনা পরীক্ষার অনেকগুলো ল্যাব বন্ধ ছিল, আবার নমুনাও সংগ্রহ হয়েছিল অনেক কম। আগের দিনের চেয়ে সেদিন ১ হাজার ৮০০ কম নমুনা সংগ্রহ হওয়ায় রোগীও কম শনাক্ত হয়।
সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৯ হাজার ৯০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৭৮৮ টি।

আজ সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। গতকাল দেশে ১৪ জনের মৃত্যু হয়েছিল। গত ১৩ মে, বুধবার দেশে রেকর্ড সংখ্যক ১৯ জন রোগী মারা গিয়েছিল।

গত সাত দিনে করোনাভাইরাসেযথাক্রমে ১৪, ১৬, ১৫, ১৪, ১৯ ১১, ১১ ও ৭ জন। সর্বশেষ তথ্য অনুসারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১২ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৮৫ জন।