খোশমেজাজেই আছেন বার্সা কোচ!

খোশমেজাজেই আছেন বার্সা কোচ!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়ে খোশমেজাজেই বার্সা কোচ লুই এনরিকে। সাংবাদিক সম্মেলন চলাকালে এক সাংবাদিককে ঘুমোতে দেখে কথা ঘুমন্ত সাংবাদিককে দেখিয়ে মজা করে বলেন ‘ওই দেখুন, প্রেস কনফারেন্সে এসে একজন ঘুমোচ্ছেন! এমনটা আমার সঙ্গে আগে কখনও হয়নি। এটাই প্রথম। আমি নিশ্চই খুব বোরিং।’

এছাড়া তিনটি ম্যাচের সময় পরিবর্তন হচ্ছে এবারের আইপিএল-এ। ২২ এপ্রিল দিল্লিতে পৌর নির্বাচন। তাই দিল্লি ডেয়ার ডেভিলস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের এদিনের ম্যাচ দিল্পীতে নয় হবে মুম্বাইতে। রাত আটটায়। আর ফিরতি লেগে ৬ মে হবে দিল্লীতে। হায়দরাবাদে পুনে ও হায়দারাবাদ ম্যাচ হবে বিকেল চারটায়।

এদিকে খেলাধূলায় ডোপিং ভবিষ্যতের আরো ভয়ংকর হয়ে দাড়াবে। ইউকে অ্যান্টিডোপিংয়ের মতে ৩৫ ভাগ অপেশাদার অ্যাথলেটরা ডোপ নেয়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। আবার ৪৯ ভাগ পারফরমাররা সহজেই ডোপ নেন বলেও অনেক অপেশাদার খেলোয়াড় মত দিয়েছেন। ১ হাজার ছেলে ও মেয়েদের অ্যাথলেটদের মধ্যে এই জরিপে চালায় বিবিসি।