কানাডায় নতুন ধরনের করোনা শনাক্ত

কানাডায় নতুন ধরনের করোনা শনাক্ত

শেয়ার করুন

New corona virus bd
কানাডার আলবার্টায় সম্প্রতি যুক্তরাজ্য থেকে আগত একজন ব্যক্তির শরীরে করোনাবাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে।

স্থানীয় সময় গত সোমবার বিকেলে আলবার্টার চিফ মেডিক্যাল অফিসার ডা. ডিনা হিনসা এ তথ্য জানান।
তিনি বলেন, শনাক্ত হওয়া ব্যক্তি নিজেকে আলাদা করে রেখেছেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। তাই করোনার এই নতুন ধরন তার মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

ডা. ডিনা হিনসা বলেন, মনে রাখা জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা যে স্থানে রয়েছে তা এই রূপের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক এবং আমরা একে অপরকে রক্ষা করার জন্য সর্বোত্তম কাজটিই করছি।

আলবার্টা হেলথ সার্ভিসেস বর্তমানে ফ্লাইটের বিশদ বিবরণ এবং শনাক্ত ব্যক্তিটি যে ফ্লাইটটিতে ছিলেন, সেই ফ্লাইটের যাত্রীদের তালিকার সন্ধানের জন্য কাজ করছে। অন্য কোনও যাত্রী শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কি না- সে জন্য কাজ চলছে।

এরই যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে কানাডা।